আমি নেংটি ইঁদুরের বংশধর হতে চাই না!
আমি আগে জানতাম বিবর্তনবাদীরা বলে বিরাত আমাদের পূর্বপুরুষ হচ্ছে প্রাইমেট প্রজাতির অর্ন্তগত এপ জাতীয় প্রাণী [ (যেমনঃবানর,শিম্পাঞ্জি(1)]মানুষ বিবর্তনের পথ ধরে এসেছে এইসব প্রাণী থেকে, এখন দেখি আমাদের দেশের সুনামধন্য পদার্থবিবিদ ও শিক্ষাবিদ ড.মুহাম্মাদ জাফর ইকবাল বলছেন আমাদের পূর্বপুরুষ নাকি ছোট ইঁদুরের মতো প্রাণী! (2) এ কেমন ফতোওয়া আমাদের দেশের পদার্থবিদের হঠাৎ জীববিজ্ঞানী হয়ে?খুবই আফসোস যে আমরা যখন দেখি আপনাদের মতো শিক্ষাবিদ বিষাক্ত বিষ পান করাচ্ছেন আমাদের মতো কিশোর -কিশোরীদের।
-তুমি কি জান যে মানুষ আর বানরের মধ্যে জিনিটিক্স বিষয়ে অনেক মিল আছে! এটা কি প্রমাণ করে না যে আমাদের পূর্বপুরুষ বানর?
- খুবই ভালো কথা বলেছেন, তাহলে তো আপনাদের পূর্বপুরুষ কলাগাছের কলা?
-কি সব আবোল তাবোল বগছ?
-আমরা কোনো কথা বললে তো তা আপনাদের কাছে আবোল তাবোল, অযৌক্তিক, অবৈজ্ঞানিক, মিথ্যা,ফালতু আর অসার তাই না? আর আপনারা কিছু বললে তা হয়ে যায় কোনো আফ্রিকার জঙ্গলে তপস্যা করা কোনো মনি ঋষির সাধু কথা,বৈজ্ঞানিক, যৌক্তিক!
-ইয়ে মানে.........
- যদি আমরা ধরে নেই যে জিনিটিক্স বিষয়ে মিল থাকার ফলে এটা প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষ বানর!তাহলে আপনাদের পূর্বপুরুষ তো কলাগাছের কলা ও! কারণ মানুষের সাথে কলাগাছের কলার জিনিটিক্স বিষয়ের মধ্যে মিল আছে ৬০%(3)
-তাহলে তো বিবর্তনবাদীদের আজ থেকে পূর্বপুরুষ কলাগাছের কলা ও!
- খুবই আশ্চর্যকথা তাই না, কলা তাদের পূর্বপুরুষ! হ্যা হ্যা হ্যা......
Reference...........
[1] কিছুই করার নেই একেক জন একেক কথা বলে তো!
[2]বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েনস পৃ:৪০;লেখক ড.মুহাম্মাদ জাফর ইকবাল
[3]https://www.getscience.com/content/how-genetically-related-are-we-bananas
[1] কিছুই করার নেই একেক জন একেক কথা বলে তো!
[2]বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েনস পৃ:৪০;লেখক ড.মুহাম্মাদ জাফর ইকবাল
[3]https://www.getscience.com/content/how-genetically-related-are-we-bananas
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন