How big our universe?
আকাশগঙ্গার ব্যাস আনুমানিকভাবে ১০০,০০০ আলোকবর্ষ বা ৯×১০১৭ কিলোমিটার। ধারণা করা হয় এই ছায়াপথে কমপক্ষে ২০০ বিলিয়ন থেকে সর্বোচ্চ ৪০০ বিলিয়ন পর্যন্ত নক্ষত্র রয়েছে।(১)
(১)bn.m.wikipedia.org/wiki/আকাশগঙ্গা
(১)www.universetoday.com/22285/facts-about-the-milky-way
(১)web.archive.org/web/20070512093341/http://seds.org/MESSIER/more/mw.html
♥and at least 100 billion planets.(২)
(২)web.archive.org/web/20140723213047/http://hubblesite.org/newscenter/archive/releases/2012/07/full
(২)hubblesite.org/news_release/news/2012-07
আরো এমন ১০০ বেশি ছায়াপথ সম্পর্কে তথ্য দিতে পারে(৩)
(৩)bn.m.wikipedia.org/wiki/ছায়াপথসমূহের_তালিকা
জ্যোতির্বিদরা মনে করছেন দৃশ্যমান মহাবিশ্বে প্রায় ১০০ বিলিয়ন (১০+১১) গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সিরা খুব ছোট হতে পারে, যেমন মাত্র ১০ মিলিয়ন (বা ১ কোটি) তারা সম্বলিত বামন গ্যালাক্সি অথবা খুব বড় হতে পারে, দৈত্যাকার গ্যালাক্সিগুলিতে ১০০০ বিলিয়ন তারা থাকতে পারে (আমাদের গ্যালাক্সি ছায়াপথের ১০ গুণ বেশী)। দৃশ্যমান মহাবিশ্বে আনুমানিক ৩ x ১০+২৩টি তারা থাকতে পারে। (৪)
(৪)van Dokkum, Pieter G; Conroy, Charlie (২০১০)। "A substantial population of low-mass stars in luminous elliptical galaxies"। Nature। 468: 3।
সৌরজগতের মধ্যে আছে: আটটি গ্রহ, তাদের ১৭৩টি জানা প্রাকৃতিক উপগ্রহ, কিছু বামন গ্রহ ও তাদের চারটি কিছু প্রাকৃতিক উপগ্রহ এবং কোটি কোটি ক্ষুদ্র বস্তু।(০)
(০).www.ifa.hawaii.edu/~sheppard/satellites
(০). bn.m.wikipedia.org/wiki/সৌরজগৎ
উর্ট মেঘ অঞ্চলের শেষ সীমাকেই সৌরজগৎ এর শেষ সীমা বলে ধরা হয়৷নেডারল্যাণ্ডের জ্যোর্তিবিজ্ঞানী জা হেন্দ্রিক উর্ট এবং ইষ্টোনিয়ান জ্যোতির্বিজ্ঞানী আর্নেষ্ট ওপিকের নামে নামকরণ করা এই অঞ্চল সূর্য থেকে ২০০০-৫০০০ জ্যোর্তিবিজ্ঞান একক (A.U.) থেকে 50,000 জ্যোর্তিবিজ্ঞান একক (A.U.) পর্যন্ত বিস্তৃত, যেখানে প্লুটো (বামন গ্রহ)এর দূরত্ব মাত্র ৩০-৪৯ জ্যোর্তিবিজ্ঞান একক (A.U.)৷(৫) (৫)solarsystem.nasa.gov
(৫)solarsystem.nasa.gov/planets/profile/?Object=KBOs&Display=OverviewLong
(৫)bn.m.wikipedia.org/wiki/উর্ট_মেঘ
সারা পৃথিবীর মোট বালুকণার সংখ্যার চেয়েও বেশি তারা[৭][৮][৯] সহ অন্তত দুই লক্ষ কোটি ছায়াপথ পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে অবস্থিত[১০][১১]।
৭/ astronomy.swin.edu.au/~gmackie/billions.html
$/ Mackie, Glen (১ ফেব্রুয়ারি ২০০২)। "To see the Universe in a Grain of Taranaki Sand"। Centre for Astrophysics and Supercomputing। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
৮/ edition.cnn.com/2003/TECH/space/07/22/stars.survey
&/ "CNN.com - Star survey reaches 70 sextillion - Jul. 23, 2003"। www.cnn.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১৭।
৯/ www.npr.org/sections/krulwich/2012/09/17/161096233/which-is-greater-the-number-of-sand-grains-on-earth-or-stars-in-the-sky
১০/arxiv.org/abs/1607.03909v2
iopscience.iop.org/article/10.3847/0004-637X/830/2/83/meta
১১/ www.nytimes.com/2016/10/18/science/two-trillion-galaxies-at-the-very-least.html
আমাদের পর্যবেক্ষণ যোগ্য মহাবিশ্বের ব্যাস প্রায় ৯৩ বিলিয়ন আলোকবর্ষ (১০০)
(১০০) books.google.com.bd/books?id=fFSMatekilIC&pg=PA27&redir_esc=y#v=onepage&q&f=false
Itzhak Bars; John Terning (নভেম্বর ২০০৯)। Extra Dimensions in Space and Time। Springer। পৃষ্ঠা 27–। আইএসবিএন 978-0-387-77637-8। সংগ্রহের তারিখ ১ মে ২০১১।