বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮


আমি নেংটি ইঁদুরের বংশধর হতে চাই না!
আমি আগে জানতাম বিবর্তনবাদীরা বলে বিরাত আমাদের পূর্বপুরুষ হচ্ছে প্রাইমেট প্রজাতির অর্ন্তগত এপ জাতীয় প্রাণী [ (যেমনঃবানর,শিম্পাঞ্জি(1)]মানুষ বিবর্তনের পথ ধরে এসেছে এইসব প্রাণী থেকে, এখন দেখি আমাদের দেশের সুনামধন্য পদার্থবিবিদ ও  শিক্ষাবিদ ড.মুহাম্মাদ জাফর ইকবাল বলছেন আমাদের পূর্বপুরুষ নাকি ছোট ইঁদুরের মতো প্রাণী! (2) এ কেমন ফতোওয়া আমাদের দেশের পদার্থবিদের হঠাৎ জীববিজ্ঞানী হয়ে?খুবই আফসোস যে আমরা যখন দেখি আপনাদের মতো শিক্ষাবিদ বিষাক্ত বিষ পান করাচ্ছেন আমাদের মতো কিশোর -কিশোরীদের।
-তুমি কি জান যে মানুষ আর বানরের মধ্যে জিনিটিক্স বিষয়ে অনেক মিল আছে! এটা কি প্রমাণ করে না যে আমাদের পূর্বপুরুষ বানর?
- খুবই ভালো কথা বলেছেন, তাহলে তো আপনাদের পূর্বপুরুষ কলাগাছের কলা?
-কি সব আবোল তাবোল বগছ?
-আমরা কোনো কথা বললে তো তা আপনাদের কাছে আবোল তাবোল, অযৌক্তিক, অবৈজ্ঞানিক, মিথ্যা,ফালতু আর অসার তাই না? আর আপনারা কিছু বললে তা হয়ে যায় কোনো আফ্রিকার জঙ্গলে তপস্যা করা কোনো মনি ঋষির সাধু কথা,বৈজ্ঞানিক, যৌক্তিক!
-ইয়ে মানে.........
- যদি আমরা ধরে নেই যে জিনিটিক্স বিষয়ে মিল থাকার ফলে এটা প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষ বানর!তাহলে আপনাদের পূর্বপুরুষ তো কলাগাছের কলা ও! কারণ মানুষের সাথে কলাগাছের কলার জিনিটিক্স বিষয়ের মধ্যে মিল আছে ৬০%(3)
-তাহলে তো বিবর্তনবাদীদের আজ থেকে পূর্বপুরুষ কলাগাছের কলা ও!
- খুবই আশ্চর্যকথা তাই না, কলা তাদের পূর্বপুরুষ! হ্যা হ্যা হ্যা......

Reference...........
[1] কিছুই করার নেই একেক জন একেক কথা বলে তো!
[2]বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েনস পৃ:৪০;লেখক ড.মুহাম্মাদ জাফর ইকবাল
[3]https://www.getscience.com/content/how-genetically-related-are-we-bananas

সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

মুহাম্মাদ(সা)-এর মদীনায় হিজরতঃএকটি অতিরঞ্জিত কাহিনী






মুহাম্মাদ(সা)-এর মদীনায় হিজরতঃএকটি অতিরঞ্জিত কাহিনী

হিজরতের কাহিনীতে বহু কিছু অতিরঞ্জিত বর্ণনা যুক্ত হয়েছে। যার কোন ভিত্তি নেই। যেমন, (ক) রাসূল (ছাঃ) ছওর গুহায় প্রবেশের পর আবুবকর (রাঃ) গুহাটি পরিষ্কার করলেন এবং নিজের পায়জামা ছিঁড়ে এর মধ্যেকার গর্তগুলি পূরণ করে দেন। কিন্তু দু’টি গর্ত পূরণ করা সম্ভব হয়নি। ফলে তিনি ঐ দু’টি গর্তের মুখে পা দিয়ে রাখেন। অতঃপর রাসূল (ছাঃ) তাঁর উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে সাপ কিংবা বিচ্ছু আবুবকর (রাঃ)-এর পায়ে দংশন করে। এতে তিনি যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। কিন্তু রাসূল (ছাঃ) জেগে উঠবেন সেই ভয়ে নড়াচড়া করেননি। একপর্যায়ে বিষের তীব্র যন্ত্রণায় তার চোখের পানি রাসূল (ছাঃ)-এর মুখে ঝরে পড়লে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। তখন রাসূল (ছাঃ) নিজের মুখের লালা ক্ষতস্থানে লাগিয়ে দিলে বিষের যন্ত্রণা দূর হয়ে যায়। পরবর্তীতে তার বিষের ব্যথা ফিরে আসে এবং এটাই ছিল তাঁর মৃত্যুর কারণ’।[1] আবুবকর ঐ সময় কাঁদছিলেন এবং বলছিলেন, আল্লাহর কসম! আমি নিজের জন্য কাঁদছিনা, বরং আমি ভয় পাচ্ছি হে রাসূল! আপনার কি হবে? এছাড়া (খ) ছওর গুহার মুখে মাকড়সার জাল বোনা, (গ) একটি বৃক্ষের জন্ম হওয়া ও রাসূল (ছাঃ)-কে ঢেকে দেওয়া (ঘ) সেখানে এসে দু’টি কবুতরের বাসা বাঁধা ও তাতে ডিম পাড়া ইত্যাদি সবই বানোয়াট ও কল্পকাহিনী মাত্র।[2] বরং এটাই সঠিক যে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাঁদেরকে গায়েবী মদদ করেছিলেন এবং কুরায়েশদের প্রেরিত অনুসন্ধানী দলের দৃষ্টিকে আল্লাহ অন্যদিকে ফিরিয়ে দিয়েছিলেন। যা আবুবকর (রাঃ)-এর বক্তব্য থেকেই বুঝা যায়। পরবর্তীতে বদরের যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ একইভাবে গায়েবী মদদ করেন (আনফাল ৮/৯)। বস্ত্ততঃ এই সাহায্য নবী ও তাঁর সনিষ্ঠ অনুসারী মুমিনগণ সর্বদা পেয়ে থাকেন।[3]
Reference.........
[1]. রাযীন, মিশকাত হা/৬০২৫; আর-রাহীক্ব ১৬৪-৬৫ পৃঃ। বর্ণনাটি ‘মওযূ’ বা জাল (ঐ, তা‘লীক্ব ১০৪-০৭)।
[2]. সিলসিলা যঈফাহ হা/১১২৮-২৯; মা শা-‘আ ৮০ পৃঃ।
[3]. আম্বিয়া ২১/৮৮; রূম ৩০/৪৭।
(১) জানা আবশ্যক যে, গুহা মুখে মাকড়সা সম্পর্কে যে হাদীছ বর্ণিত হয়েছে, তা ‘মুনকার’ বা যঈফ। যেমন রাসূল (ছাঃ) আবুবকরকে বলছেন, جَزَى اللهُ عَزَّ وجَلَّ العنكبوتَ عنا خيرًا، فإنها نَسَجَتْ عليَّ وعليكَ يا أبا بكرٍ في الغار، حتَّى لَمْ يَرَنا المشركونَ ولم يَصِلُوا إلينا ‘আল্লাহ আমাদের পক্ষ হ’তে মাকড়সাকে উত্তম পুরস্কার দিন। কেননা সে আমার ও তোমার উপরে হে আবুবকর! গুহাতে জাল বুনেছে। ফলে মুশরিকরা আমাদের দেখতে পায়নি এবং আমাদের কাছে পৌঁছতে পারেনি’ (মুসনাদে দায়লামী; সিলসিলা যঈফাহ হা/১১৮৯, ৩/৩৩৭ পৃঃ)। শায়খ আলবানী উপরোক্ত বর্ণনা উল্লেখ করার পর বলেন, গুহার মাকড়সা ও দুই কবুতরের ডিম পাড়া সম্পর্কে যেসব লেখনী ও বক্তব্যসমূহ প্রচলিত রয়েছে, সেগুলির কিছুই সঠিক নয়’ (যঈফাহ ৩/৩৩৯; মা শা-‘আ ৮৩ পৃঃ)।
(২) প্রসিদ্ধ আছে যে, রাসূল (ছাঃ)-কে না পেয়ে কুরায়েশ নেতারা আলী (রাঃ)-এর উপর নির্যাতন করে (আর-রাহীক্ব ১৬৫ পৃঃ, রহমাতুল্লিল ‘আলামীন ১/৯৬)। বর্ণনাটি সূত্র বিহীন। আরও প্রসিদ্ধ আছে যে, আবু জাহল আবুবকরকে না পেয়ে তার কন্যা আসমা (রাঃ)-এর মুখে থাপ্পড় মারেন (আর-রাহীক্ব ১৬৫ পৃঃ)। কিন্তু এর সনদ মুনক্বাতি‘ বা যঈফ ঐ, তা‘লীক্ব ১০৮-০৯; তাহকীক ইবনু হিশাম ক্রমিক ৫১৩।

বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

The miracle of the human body




বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী DNA'র একটি ক্ষুদ্র একককে জিন বলে এমন সবগুলো জিনের সমষ্টি হলো জিনোম।মানুষের (হ্যাপ্লয়েড) জিনোম প্রায় ২.৮-৩.৫ বিলিয়ন (২৮০-৩৫০ কোটি) ক্ষারযুগল নিয়ে গঠিত! ক্ষারগুলোকে A,T,C,এবং G দ্বারা চিহ্নিত করা হয়।
A-Adenine
T-Thymine
C-Cytocine
G-Guanine
আমরা যখন মানব জিনোমের দেখি তাকাই এতে বিদ্যমান তথ্য ও তার জটিলতা দেখি, কোষপ্রতি ৬ বিলিয়ন ক্ষারযুগল (1)অন্যভাবে বললে ৬০০কোটি বর্ণ দ্বারা গঠিত এক বাক্য!  কি বিশ্বাস হচ্ছে না তো কারণ নাস্তিকদের কাছে তো এই গুলো" ছু মন্তর ছু" ছাড়া আর কিছুই না।
DNA তে যে ইনফরমেশন আছে তা যদি লেখা হয় তাহলে ৯০০ ভলিয়মের এনসাইক্লোপিডিয়া দরকার হবে। যেখানে প্রতিটি ভলিয়মের পৃষ্ঠ হবে ৫০০ করে! একটু ভাবুন, চিন্তা করুন, নিজের কমন সেন্সের ব্যবহার করুন আর প্রশংসা করুন সৃষ্টিকর্তার? আলহামদুলিল্লাহ্‌.....
'আচ্ছ বলছি। DNA -র পূর্ণরূপ হলো' ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড' যা A,T,C,G নাইট্রোজেন বেইজ দ্বারা গঠিত। এ বেইজগুলো ডি-অক্সিজেনেট রাইবোজ -এর সাথে যুক্ত থাকে যাদের নিউক্লিওসাইড বলে।প্রতিটি নিউক্লিওসাইডের রাইবোজ সুগারে ফসফেট যুক্ত হলে গঠিত হয় নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড -ই হলো DNA-এর গাঠনিক একক।এ রকম একেকটি নিউক্লিওটাইড পাশাপাশি বসে যে পলি - নিউক্লিওটাইড চেইন গঠন করে তাকেই DNA বলে
--এক একটি DNA মলিকুলে কতগুলো বেইজ পেয়ার থাকে?
-- প্রায় তিন বিলিয়ন (৩০০ কোটি) বেইজ পেয়ার থাকে!
-- প্রত্যেকটা নিউক্লিওটাইড -এ কতগুলো এটম থাকে?
-- It's easy  answer ৩৪ টি এটম থাকে!
--এবার বলেন দি একটি DNA-তে কতগুলো নিউক্লিওটাইড থাকে?
----একটি DNA-তে ৬ বিলিয়ন (৬০০ কোটি)নিউক্লিওটাইড থাকে!
এবার শোনেন আসল বয়ান ২০০ কোটি এটমকে কেমিক্যালি কম্বাইড হতে হয়, একটা সিংগেল DNA গঠনের জন্য। এক একটা সিংগেল DNA মলিকুল বানাতে কত সময়ের দরকার হবে জানিস?
' না রে তুই বল'।
' আপনি যদি একটি এটমকে এক সেকেন্ডে প্রসেস করতে পারেন, তাহলে দৈনিক ৮ ঘন্টা ব্যয় করে,এ কাজ শেষ করতে সময় লাগবে -২০ হাজার বছরের বেশি!
'এত্ত জটিল!'
' মানবদেহে একটি কোষের DNA-তে প্রায় ২ লক্ষ জিন থাকে '
'দুই লক্ষ!'
'হ্যাঁ,দুই লাখ। এই জিনগুলো মিলে প্রায় দুই লাখ প্রোটিনের কোড বহন করে। এসব কোড কোষের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। একটি মাঝারি ধরনের প্রোটিন প্রায় ৩০০ শ এমাইনো এসিড বহণ করে থাকে। এটাকে যে DNA জীন নিয়ন্ত্রণ করে তার চেইন ১০০০ হাজার নিউক্লিওটাইড থাকে। আচ্ছ অনেক হয়েছে বলেন তো একটি DNA চেইনে কত প্রকার নিউক্লিওটাইড আছে?
'চার প্রকার?'
'সাব্বাস বেটা এই না হলে নাওড়ার স্কুলের পেছনের বেঞ্চির বসা ছাত্র'!
' আরে বেটা নাওড়া হচ্ছে Cambridge University '
'বাদ দে তোর ফাও পেচ্ছাল '
'হ্যাঁ,চার প্রকার। তাহলে আমরা বলতে পারে ১০০০ লিংক যুক্ত যে নিউক্লিওটাইড আছে, তা বিন্যস্ত হতে পারে ৪ উপরে ১০০০ টি শূণ্য উপায়ে?
' ভাই রে এটা তো ক্যালকুলেটরে ধরবে না'
'ঠিক বলেছেন। সত্যি ধরবে না। এর উত্তর হবে ১০এর উপর ৬০০শূণ্য, এই সং্খ্যা আমাদের হিসাবের বাইরে। আর নাস্তিকদের জন্য দুঃখময় খবর এ যে এই হিসাব টা করেছে বিশিষ্ট বিবর্তনবাদী বিজ্ঞানী Frank Salisbury
'যদি একের পর ৬০০ শূণ্য হয়, তাহলে কাকতালীয়ভাবে বা দৈবভাবে নিউক্লিওটাইড গঠন হওয়ার সম্ভাব্যতা কত?
----শূণ্য ০০০০০০
--- আমাদের দেহের DNA কতটুকু লম্বা তা কি জানিস?
---- এই টা মনে নেই! 2×10-এর উপরে ১০ কিলোমিটার!
এই দূরত্ব এতই বিশাল যে পঞ্চাশ বারের বেশি পৃথিবী থেকে সূর্য পর্যন্ত আসা -যাওয়া করা যাবে।
-----ও হউ মনে পড়েছে,আপনি কি জানেন এক গ্রাম DNA  -তে কী পরিমাণ তথ্য আছে?
---দুঃখিত.....!পারব না.. ;
----- 'মাত্র এক গ্রাম DNA - তে যে তথ্য আছে, তা যদি সিডিতে নেওয়া হয় তাহলে মোট এক ট্রিলিয়ন (১০০০ বিলিয়ন )সিডি লাগবে। কেঊ যদি এ ইনফরমেশন টাইপ করতে চায় তাহলে কেমন সময় লাগবে  জানিস?
--- I don't know
--- You always say I don't know because, you are the students of Cambridge University!
'যদি প্রতি মিনিটে ৩০০ বর্ণ টাইপ করা হয়, তাহলে দৈনিক আট ঘন্টা ব্যয় করার পর মোট সময় লাগবে -৫৭ বছর! আর এই জন্য  I always say"Origin of life is nothing but a miracle?
"যদি DNA - এর ১ বিলিয়ন ৭১৯ মিলিয়ন ৩৪৮ হাজার ৬৩২ তম বেস পেয়ারে ও কোনও লেটার মিসকোডেড হতো তাহলে মানব দেহের কোষের জন্য ক্ষতিকর হত "
আলহামদুলিল্লাহ্‌ আমাদের দেহে  সে রকম কিছুই হয় নি।
আর এই জন্য বিখ্যাত বায়োকেমিস্ট Fracis Crick তার ' Life Itself'বইতে বললেছেনঃ
"যে ব্যক্তি এখন পর্যন্ত যত জ্ঞান আছে তা আয়ত্ত করেছে, সে কেবল এটাই বলতে পারবে যে  জীবনের উৎপত্তি মিরাকল ছাড়া আর কিছুই নয়"
বিজ্ঞানী Dr.Francis Collins, যিনি Human Genome project -এর হে'দ ডাইরেক্ট। তিনি DNA সম্পর্কে বলেছেনঃ
"Think of DNA as an instructional script, a software program, sitting in the nucleus cell"
এক কালের নাস্তিক গুরু বিজ্ঞানী Dr.Antony Flew বলেছনঃ
"Almost entirely because of the DNA investigation, What i think the DNA materials has done is that it shown,by the almost unbelievable,
Complexity of the arrangments which are needed to produce (life)that interlligence must have been  involved in getting these extraordinarily diverse elements ot work together "
বিখ্যাত বায়োলজিষ্ট Dr.Stephen C Meyer বলেনঃ
" the king of information that DNA contains, namely, functionally specified information And it requires a designer "
Reference..........
(1)https://www.nature.com./scitable/nate/article?action=showcon-tentInPopup&contentPK=310
(1)Donald Voet,Judith G.Voet,Charlotte W.Pratt,Fundamentals of Biochemistry;(John & Sons company, New York, 2nd ed.;2006)
(2)Edward Staunton, Wilbert,Howards,John,Text book of Biochemistry ;(Oxford & IBH company, New Delhi,India)
(3) Mohan Mia, Sarwar Akram,Nazmul Haque,Introduction of Genetics ;(Crescent Publishing House,January 2002)
(4)Harun Yahyah, If Darwin Had know about DNA(Global Publishing, Istanbul,Turkey, 2008)
(5)MN Chatterjea,Rana Shinde,Text book of Medical Biochemistry(Jaypee Brothers New Delhi,India)
(6) Francis Crick, Life Itself :It Origin and Nature ( Simon & Schuster,New York, 1982)
(7)Philip E. Johnson, Defeating Darwinism by Opening Minds(Interversity Press,Lllionis, 1997)
(8)Harun Yahya, The miracle of Creation DNA (Godword Books, New Dehli India 2002)
(9)https://www.theguardian.com/science/2009/jan/21/Charles-darwin-evolution-species-tree-life
(10)https://www.newscientist.com/article/mg-20126921.600why-darwin-was-wrong-about-the-tree-of-life
(11)If Darwin had know about DNA-Dr.Harun Yahya
(12) There is God:How the Worlds most notorious atheist changed his mind-Dr.Antony Flew
(13)Siganature in the Cell-Dr.Stephen C Meyer

(14)Language of God -Dr.Francis Collins





মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

হুমায়ুন আজাদ:কুম্ভিলক ও দণ্ডিত অপুরুষ


         



                                      হুমায়ুন আজাদ:কুম্ভিলক ও দণ্ডিত অপুরুষ
  
হুমায়ুন আজাদ বলেন:
"আরব নারীদের নানা ইতিহাস লিখা হয়েছে ;সবগুলোতেই স্বীকার করা হয় যে ইসলামপূর্ব আরবে অনেক বেশী ছিল নারীদের স্বাধীনতা  ও অধিকার তারা অবরোধ থাকত না অংশ নিত সমস্ত সামাজিক ক্রিয়াকাণ্ড ; এমনি তাদের প্রাধান্য ছিল সমাজে ''......প্রচারের ফলে মুসমানদের মধ্যে জম্মেছে এমন এক বদ্ধমূল ধারণা যে ইসলামপূর্ব আরব নারীদের অবস্থা ছিল শোচনীয় ;ইসলাম তাদের উদ্ধার করে। প্রতিটি ব্যবস্থা পূর্ববর্তী ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার চালায় ;তবে ঐতিহাসিকভাবে সাধারনত সত্য হয় না "(1)
তার এই অসার কথা নিয়েই আজকের লেখা, তার বক্তব্য যে মিথ্যাচার ছাড়া আর কিছুই না তা আমি  ইসলামিক বিভিন্ন সোর্স থেকে প্রমাণ করে দিতে পারে, যে ইসলাম নারীকে দিয়েছে সবোর্চ্চ অধিকার এবং কুরআন নাযিলের আগে আরবদের কাছে নারীরা ছিল হাতের খেলার পুতুল আর ভোগের বস্তু ছাড়া আর কিছু নয়। কিন্তু আজকে আমি ইসলামি সোর্স থেকে তা প্রমাণ করব না, কারণ কারণ আমাদের বঙ্গীয় নাস্তিকদের আবার ঘন্টায় ৩২ কিলোমিটার বেগে হাতের চুলকানি শুরু হবে কমেন্ট করা জন্য
আসুন দেখি নিই কুরআন নাযিলের আগে নারীদের অবস্থা কি রকম ছিল আরবে?
উইকিপিডিয়ায়য় বলা হয়েছে :
"আরবসমাজ ছিল বর্বর,এতটাই বর্বর ছিল যে তারা নারীদের মানুষ বলেই মনে করতো না। অভিজাত শ্রেণীর নারীরা ছাড়া অন্য নারীদের কোনো মর্যাদা দেওয়া হত না। নারীরা ধর্মীয় কাজে অংশ নিতে পারত না। তাদের ছাগল কিংবা ভেড়ার মতো মনে করা হতো।সমাজে তারা মতামত প্রকাশ করতে পারত না।বিয়ে কিংবা তালাকের ব্যাপারেও তাদের মতামত নেওয়া হতো না।এমন কি কোনো নারীর স্বামী যদি মারা যেত তাহলে সৎ ছেলে উত্তরাধিকার হিসেবে তাকে স্ত্রী হিসেবে গ্রহণণ করত। মূলতত নারী ছিল পুরুষের দাসী কিন্তু ইসলাম আসাত পর এ অবস্থার পরিবর্তিত হয়"(2)
ঐতিহাসিক Kren Armstrong বলেন:
"কোন রকম অনুশোচনা ছাড়াই কন্যা শিশুদের হত্যা করা হত। আসলে ক্রীতদাসের মতো নারীদের কোনো রকম আইনগত বা মানবাধিকার ছিল না। কেবল তুচ্ছ সম্পদ হিসেবে তারা বিবেচিত হতো। তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হত।তারা সামগ্রিক অবস্থার উন্নতির আশাই  করতে পারত না। পুরুষরা ইচ্ছামাফিক অসং্খ্যা বিয়ে করতে পারত (3)
ইতিহাসের অন্যতম সেরা ঐতিহাসিক  Sir William Gibbon বলেন :
"আদিম সমাজ (আরবের) জঘন্য পরিস্থিতির মধ্যে আইন-কানুন,ভাষা ও জ্ঞানবিবর্জিত সমাজ নামের অযোগ্য এই নররূপী পশুদিগকে অন্যান্য ইতর জীব হতে পৃথক করা যায় না" (4)
ইতিহাসের অন্যতম সেরা অন্যতমম ব্যক্তি Sir William Muir বলেন:
"আরবদের মধ্যে ছিল কুংস্কার ও অজ্ঞতার পূর্ণ ভীতি"(5)
ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে তা একজন ইসলাম বিদ্বেষী নারীবাদী লেখক নারী রাখী বমর্ণ বলেন:
"ইসলামই একমাত্র ধর্ম, যেখানে নারীদের চূড়ান্ত মর্যাদা প্রদান করা হয়েছে"(6)
উপরের আলোচনা থেকে এই কথা প্রমানিত হয় যে বাংলার কুখ্যাত Plagiarist  (7)হুমায়ুন আজাদ ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য  মিথ্যেচার ছাড়া আর কিছু করে নি।
Reference.......... 
(1)হুমায়ুন আজাদ, নারী,পৃ:৮১;
(2)https://en.Wikipedia.org/wiki/Women_in_pre_Islamic_Arabia
(3)Kren Armstrong, MUHAMMAD A biography of the prophet p.68
(4)Badruddza, Muhammad (sm):His teachings and Contribution P.39
(5)Sir William Muir,Life of Mahomet; P.509 (London,1858)
(6) Women in politics and Development(রাজনীতি ও উন্নয়নে নারী) P.75
(৭) Plagiarist  বলা হয় ঐ ব্যক্তিকে যে অন্য গবেষণা বা লেখা বা থিসিস নিজের নামে চালিয়ে দেয়।এই সম্পর্কে কোনো দিন আশা করে লিখব ইনশাআল্লাহ। বিস্তারিত জানার জন্য দেখুন জাকারিয়া মাসুদ ভাইয়ের বই"সংবিৎ"পৃ:১২০-১৩৪ এবং 'চতুরঙ্গম্যাগাজিন' থেকে প্রকাশিত প্রখ্যাত ভাষাবিদ ড.মৃণাল নাথের "ভাষাবিজ্ঞানীর এ কোন শোচনীয় পরিণতি "নামক প্রবন্ধ।

সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

সমাজ যখন পর্ণগ্রাফিতে আক্রান্ত হচ্ছে!

  যুব-সমাজ যখন পর্ণগ্রাফিতে আসক্ত!তা আপনি কি জানেন?
        




আশা করে সবাই শেয়ার করবে?


পর্ণ -আসক্তি ছাড়ার জন্য পর্ণ ওয়েবসাইট ব্লক করার সফটওয়্যার বা আপ্স ইনস্টল করা খুবই জরুনি।"পর্ণ দেখতে মন চাইলো, হাতের মুঠোয় হাইস্পিড ইন্টারনেট, দুতো ক্লিক তারপর পর্ণ ভিডিওর বিশাল ভান্ডার "এর রকম অবস্থা থাকলে পর্ণ আসক্তি থেকে বের হয়ে আসা বেশ দুঃসাধ্য।এই লেখায় আমরা এমনন কিছু সফটওয়্যার,আপ্সের সন্ধ্যন দিবো যা দিয়ে আপনি অনলাইনের ফিতনাহ থেকে মোকাবেলার রসদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
K9 সফটওয়্যার :
যতগুলো পর্ণ ব্লকিং করার সফটওয়্যার আছে তাদের মধ্যে K9 Web Protection  সফটওয়্যার আমাদের সবচেয়ে পছন্দের। এ K9 সকল কাজের কাজি শুধু এ একটি সফটওয়্যার ইন্সটল করেই আপনি আপনার পিসিকে পর্ণসাইটে প্রবেশের জন্য অভেদ্য করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ!
K9 সফটওয়্যার ইন্সটলের টিউটোলিয়াল -http://bit.ly/2FCWx13
K9 সফটওয়্যার ডাউনলোড করুন এখান থেকে -http://bit.ly/11gZmes
K9 সফটওয়্যার ইন্সটল করার পিডিএফ টিউটোরিয়াল  পাবেন এখানে -http://bit.ly2CvZ8LA
আন্ড্রয়েড ফোনে পর্ণ সাইট ব্লক করা :
(1)ওপেন DNS Address পরিবর্তনের মাধ্যমে :
ওয়াফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে এ পদ্ধতিতে পর্ণ সাইট ব্লক করা যায়। তবে মোবাইল ডাটা দিয়ে হলে হবে না।
ভিডিও টিউটোলিয়াল -http://bit.ly/2mwVkD
(2)স্পিন ব্রাউযারের মাধ্যমে:
এটি আমাদের পছন্দের পদ্ধতি বেশ কার্যকরী। প্রয়োজনীয় আপ্সগুলো নামিয়ে নিন প্লে স্টোর থেকে
Spin Browser -http://bit.ly/2cJ5uf
App Lock -http://bit.ly/1jjyav2
ভিডিও টিউটোলিয়াল-http://bit.ly.2FICLcI
Youtube -এর ফিতনাহ থেকে রক্ষা :
আন্ড্রয়েড ফোন সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে বিভিন্ন ইসলামিক চ্যানেলে Subscribe (যেটা youtube -এ লাল রং-এ থাকে)বাটনে ক্লিক করা। প্রয়োজনে ২০ থেকে ৩০ টা ইসলামিক চ্যানেলে Subscribe করা। এতে করে ইনশাআল্লাহ সামনে কোনো খারাপ অশ্লীল ভিডিও আসবে না। এছাড়া অনাকাঙ্ক্ষিত (খারাপ,অশ্লীল) ভিডিও সাজেশন করা থেকে নিজের মোবাইল এবং নিজেকে রক্ষা করতে http://viewpure.com এ গিয়ে কোনো ভিডিওর লিংক পেস্ট করে ভিডিও আক্সেস করলে করলে কোনো রকম সাজেশান লিস্ট আসবে না ইনশাআল্লাহ।
এ ছাড়া কিভাবে এই ফিতনাহ থেকে রক্ষা পাবেন তার জন্য কিছু ভিডিও ও আপ্স ডাউনলোড করতে পারেন?
ভিডিও'র জন্য:
1.http://bit.ly/2FzKipk
2.http://bit.ly/2mzHpfz
Apps ডাউনলোড লিংক:
1.youtube -http://bit.ly/2cqx4QM
2.App Lock -http://bit.ly/1jjyav2




মোবাইল ফোনে ও কম্পিউটারে পর্ন সাইট ব্লক করার উপায়।


মোবাইল ফোনে পর্ন সাইট ব্লক করার উপায় কি?
সহজ পদ্ধতি-
blokada.org ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার অ্যাপটি চালু করে কিছুক্ষণ অপেক্ষা করুন, লাইসেন্স শর্ত গ্রহণ করুন। তারপরে অ্যাপটার স্ক্রিন থেকে Default DNS এ ট্যাপ করে Adguard DNS (Family) অপশন চালু করে ব্যাক করুন। এবার Keep Alive অপশনের বাটন চালু করে পাওয়ার বাটনে টাচ করুন। যে উইন্ডো আসবে সেটার Ok বাটনে টাচ করুন। এবার আপনার ফোনে অ্যাড আর পর্ন সাইট ব্লক হয়ে যাবে। অ্যাপটি ওপেন সোর্স, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।কঠিন পদ্ধতি- ফোন রুট করা লাগবে। রুট করা হয়ে গেলে ফোনের hosts ফাইল এডিট করে তাতে নেট থেকে খুঁজে সবপর্ন সাইট যোগ করে দিতে হবে, বা পর্ন সাইট অলরেডি যোগ করা আছে এমন hosts ফাইল ফোনের system> etc ফোল্ডারে কপি করে দিলে আগের hosts ফাইল রিপ্লেস হয়ে যাবে।এটা স্থায়ী সমাধান। কাজ হয়ে যাওয়ার পরে ফোন আনরুট করে দিতে হবে।


কম্পিউটারে পর্ন সাইট ব্লক করার উপায় কি?
(1)প্রথমে আপনার পিসি থেকে কন্ট্রোল প্যানেল যানএবং সেখানে থেকে View network status and tasks এ ক্লিক করুন ।
(2)এবার যে পেজ আসবে সেখান থেকে Accrss type অপশন থেকে ক্লিক করুন ।
(3)এখানে আপনার অন্য অপশন থাকবে যেমন Local Area Connection ও থাকতে প্রে এক কথাই সেখানে যে অপশন থাকবে তাতে ক্লিক করুন একটি বক্স আসবে সেখান থেকে Properties এ ক্লিক করুন ক্লিক করা হলে নীচের মত একটি বক্স আসবে সেখান থেকে Internet protocol version 4 (TCP/IPv4) এ ক্লিক করুন
(4)তাহলেই আরও একটি বক্স আসবে সেখান থেকে Use the following DNS server addresses এ চলি ঠিক দিন মানে ক্লিক করুন এবং সেই ফাকা ঘরের প্রথম লাইনে লিখুন 208 - 67 - 122 - 123এবং দ্বিতীয় ঘোরে লিখুন 208 - 67 - 120 - 123 ব্যাস এবার OK এ ক্লিক করুন ।
(5)ব্যাস হয়েগেল সব কিছুতে OK করে বেরিয়ে আসুন এবং গুগল যেকোনো পর্ণ সাইট ভিজিট করে দেখুন lol :-p চিন্তা নাই ভিজিট করতে পারবেন না। আশাকরি পোস্টটি বুঝতে কোন রকম সমস্যা হল না কোন রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন ।

আশা করে সবাই শেয়ার করবে। আর হে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। 


হিন্দুধর্মে মুহাম্মাদ (সা) সম্পর্কে ভবিষ্যৎবানী!


                               ভবিষ্যৎবাণী

ঋগ্বেদে মুহাম্মাদ(সা) সম্পর্কে ভবিষ্যৎবাণী?
1.ঋগ্বেদ :১।১৩।৩
2.ঋগ্বেদ:১।৪।৩
3.ঋগ্বেদ:১।১৮।৯
4.ঋগ্বেদ:১।১০৬।৪
5.ঋগ্বেদ:১।১১৬।১১
6.ঋগ্বেদ:১।১৪২।৩-৪
7.ঋগ্বেদ:১।৫৩।৯
8.ঋগ্বেদ:২।৩।২
9.ঋগ্বেদ:২।৩৪।৬
10.ঋগ্বেদ:২।৩৮।১০
11.ঋগ্বেদ:৫।৫।২
12.ঋগ্বেদ:৭।২।২
13.ঋগ্বেদ:৯।৮৬।৪২
14.ঋগ্বেদ:১০।৭০।২
15.ঋগ্বেদ:৯০।৯২।১১
16.ঋগ্বেদ:১০।১৮২।২
17.ঋগ্বেদ:৮।৬।১০
18.ঋগ্বেদ:১০।৬৪।৩
19.ঋগ্বেদ:১০।৫৭।৩
20.ঋগ্বেদ:১০।১১০।৭
21.ঋগ্বেদ:১০।১১৫।১-৪
22.ঋগ্বেদ:৪।৪২।৩
যজুর্বেদে মুহাম্মাদ(সা) সম্পর্কে ভবিষ্যৎবাণী?
1.যজুর্বেদ :২০।৩৭
2.যজুর্বেদ :২০।৫৭
3.যজুর্বেদ :২১।৩১
4.যজুর্বেদ :২১।৫৫
5.যজুর্বেদ :২৮।২
6.যজুর্বেদ :২৮।১৯
7.যজুর্বেদ :২৮।৪২
8.যজুর্বেদ :১৬।১-৫
9.যজুর্বেদ :১৬।২৪-৬৪
10.কৃষ্ণযজুর্বেদ :১।৭।৪
11.কৃষ্ণযজুর্বেদ :১।৬।৪
অর্থববেদে মুহাম্মাদ(সা) সম্পর্কে ভবিষ্যৎবাণী?
অর্থববেদ:২০।১২৬।১৪
অর্থববেদ:২০।৯।৩১।১-১৪
অর্থববেদ:২০।৯।১৯।১
অর্থববেদ:৮।৫।১
সামবেদে মুহাম্মাদ(সা) সম্পর্কে ভবিষ্যৎবাণী?
1.সামবেদ:মন্ত্র নং-৬৪
2.সামবেদ:মন্ত্র নং-১৫২
3.সামবেদ:মন্ত্র নং-১৩৪৯
4.সামবেদ:মন্ত্র নং-১৫০০
পুরাণে মুহাম্মাদ(সা) সম্পর্কে ভবিষ্যৎবাণী?
1.ভবিষ্যপুরাণ:৩।৩।৩।৫-৮
2.ভবিষ্যপুরাণ::৩।৩।৩।১০-২৭
3.ভবিষ্যপুরাণ:৩।১।৩।২১-২৩
4.শ্রীমদ্ভগবদমহাপুরাণ:১২।২।১৮-২০
5.শ্রীমদ্ভগবদমহাপুরাণ:১।৩।২৫
6.কল্কিপুরাণ ২:৪-১৫
এর সাথে কুরআনের সাদৃশ্য
1.সূরা আলে ইমরান ৩:১২৩-১২৫
2.সূরা আনফাল ৮:৮-৯
হিন্দু বা সনাতন ধর্মের ধর্মগ্রন্থে মুহাম্মাদ (সা) নাম সরাসরি উল্লেখ:
1.ঋগ্বেদ ৪।৪২।৩
2.ঋগ্বেদ ৮।৬।১০
3.সামবেদ:মন্ত্র নং -১৫০০
4.সামবেদ:মন্ত্র নং -১৫২
5.সামবেদ:মন্ত্র নং -৫৯৪
6.সামবেদ:মন্ত্র নং -৯০৪
7.ঋগ্বেদ ৮।৬।১০
8.অর্থববেদ ২০।৯।১৯।১
9.অর্থববেদ ৮।৫।১৬
10.অর্থববেদ ২০।১২৬।১৪
11.যজুর্বেদ ৩১।১৮
12.ভবিষ্যৎপুরাণ ৩।৩।৩।৫

কোরান কি সঠিকভাবে সংরক্ষন করা হয়েছে?

কোরান কি সঠিকভাবে সংরক্ষন করা হয়েছে পর্ব-১ কি যেন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এটা কি আলোচনা নাকি সমালোচনা ঠিক বুঝি উঠতে পারছিলাম না। আমরা উপ...