আহলে হাদীছ
ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনু মাদানী(১৬১-২৩৪হিঃ)ঘোষণা করেন
,'মুক্তিপ্রাপ্ত দল হলো আহলে হাদীছ"-এর দল।যারা রসূলের বিধাম সমূহ হেফাযত করেন ও তার ইলম কুরআন হাদীছ পক্ষে প্রতিরোধ করে।নইলে মূ'তাযিলা,রাফেযী(শী'আ),জাহমিয়া ও আহ্লুর রায়দের নিকট থেকে আমরা কিছুই আশা করেতে পারে না।(1)
ইমাম আবূ দাঊদ(২০৪-২৭৫হিঃ)বলেনঃ
"আহলেহাদীছগণ যদি না থাকত, তা'হলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত(2)
মুহাদ্দিছ খতীব বাগদাদী(৩৯২-৪৬৩হিঃ)অন্যান্যদের সাথে আহলে হাদীছদের পার্থক্য বর্ণনা করতে গিয়ে বলেনঃ
"প্রত্যেক দলই প্রবৃত্তির অনুসরণ করে ও তার দিকে প্রত্যাবর্তন করে অথবা নিজস্ব মতামতকে উত্তম মনে করে এবং তার উপরেই অটল থাকে ;কেবল"আহলেহাদীছগণ"ব্যতীত।কারণ আল কুরআন তাদের হাতিয়ার, সুন্নাহ তাদের দলীল,রাসূল তাদের দলনেতা এবং তার দিকেই তাদের সম্বন্ধ।তারা মনোবৃত্তির উপর বিচরণ করে না এবং রায়ের দিকেও ভ্রক্ষেপ করে না(3)
আব্দুল কাহীর বাগদাদী(মৃঃ৪২৯হি)বলেনঃ
"রুম সীমান্ত, আলজেরিয়া, সিরিয়া, আযারবাইজান,মধ্য তুর্কিস্তান প্রভৃতি এলাকা সকল মুসলিম অধিবাসী "আহলেহাদীছ"মাযহাবের উপরে ছিলেন। তেমনি আফ্রিকা, স্পেন,ও পশ্চিম সাগরের পশ্চাদবর্তী দেশসমূহের সকল অধিবাসী "আহলেহাদীছ" ছিলেন
একইভাবে আবিসিনিয়ার উপকূলবর্তী ইয়ামানের সকল অধিবাসী "আহলেহাদীছ"ছিলেন।তবে তুরস্ক চীন অভিমুখী মধ্য তুর্কিস্তান সীমান্তের অধিবাসীদের মধ্য দুটি দল ছিল:একদল শাফেঈ ও আরেকদল ইমাম আবূ হানীফার অনুসারী"(4)
শায়খ নাসিরুদ্দীন আলবানী বলেনঃ
"মুক্তিপ্রাপ্ত দল হলো আহলে হাদীছ"-আল্লাহ তা'য়ালা আমাদের তাদের সাথে একত্রিত করুন!............. "আহলেহাদীছরাই সেই বিজয়ী কাফেলা এবং নাজাতপ্রাপ্ত ;বরং শ্রেষ্ঠ উম্মত যারা মানবজাতির উপর হবে সাক্ষী স্বরূপ"(5)
আব্দুল কাহীর বাগদাদী(মৃঃ৪২৯হি)বলেনঃ
"রুম সীমান্ত, আলজেরিয়া, সিরিয়া, আযারবাইজান,মধ্য তুর্কিস্তান প্রভৃতি এলাকা সকল মুসলিম অধিবাসী "আহলেহাদীছ"মাযহাবের উপরে ছিলেন। তেমনি আফ্রিকা, স্পেন,ও পশ্চিম সাগরের পশ্চাদবর্তী দেশসমূহের সকল অধিবাসী "আহলেহাদীছ" ছিলেন
একইভাবে আবিসিনিয়ার উপকূলবর্তী ইয়ামানের সকল অধিবাসী "আহলেহাদীছ"ছিলেন।তবে তুরস্ক চীন অভিমুখী মধ্য তুর্কিস্তান সীমান্তের অধিবাসীদের মধ্য দুটি দল ছিল:একদল শাফেঈ ও আরেকদল ইমাম আবূ হানীফার অনুসারী"(4)
শায়খ নাসিরুদ্দীন আলবানী বলেনঃ
"মুক্তিপ্রাপ্ত দল হলো আহলে হাদীছ"-আল্লাহ তা'য়ালা আমাদের তাদের সাথে একত্রিত করুন!............. "আহলেহাদীছরাই সেই বিজয়ী কাফেলা এবং নাজাতপ্রাপ্ত ;বরং শ্রেষ্ঠ উম্মত যারা মানবজাতির উপর হবে সাক্ষী স্বরূপ"(5)
Reference...........
(1)শারফু আছহাবিল হাদীছ পৃঃ৫,১৫,৩৩ ও ২৯;
(2)শারফু আছহাবিল হাদীছ পৃঃ৩৩;
(3)শারফু আছহাবিল হাদীছ পৃঃ২৯;
(4)কিতাবু উছুলিদ্দীন ১/৩১৭পৃঃ;
(5)সিলসিলা ছহীহাহ ১/৪৮২পৃঃহা/২৭০-এর আলোচনা দ্রঃ।
(1)শারফু আছহাবিল হাদীছ পৃঃ৫,১৫,৩৩ ও ২৯;
(2)শারফু আছহাবিল হাদীছ পৃঃ৩৩;
(3)শারফু আছহাবিল হাদীছ পৃঃ২৯;
(4)কিতাবু উছুলিদ্দীন ১/৩১৭পৃঃ;
(5)সিলসিলা ছহীহাহ ১/৪৮২পৃঃহা/২৭০-এর আলোচনা দ্রঃ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন