লুৎফর রহমান ফরাইযাযির মিথ্যাচার!
তিনি 'আহলে হক মিডিয়া' নামক এপ্রে বলেছেন যে কুতুবে সিত্তাহ'র ইমামগন বিভিন্ন মাযহাবের অনুসারী ছিলেন,এবং ইমাম বুখারী শায়েফী, ইমাম মুসলিম শায়েফী ইত্যাদি(1)তার এই কথা মিথ্যা ছাড়া আর কিছুই না।
ইমাম ইবনে তায়মিয়াহ বলেছেনঃ
"সমস্ত প্রশংসা আল্লাহর জন্য,যিনি জগতসমূহের প্রতিপালক।ইমাম বুখারী ও আবূ দাঊদ ফিক্বহ'র ইমাম ও মুজতাহিদ(মুত্বলাক)ছিলেন।পক্ষান্তরে মুসলিম,তিরমিযী, নাসায়ী,ইবনে মাজাহ,ইবনে খুযায়মিয়াহ,আবূ ইয়া'লা,বাযযার প্রমূখ আহলে মাযহাবের উপর ছিলেন।তারা কোনো নির্দিষ্ট আলেমের মক্বালিদ ছিলেন না। আর তারা মুজতাহিদ মূত্বলাক্বও ছিলেন না"(2)
"সমস্ত প্রশংসা আল্লাহর জন্য,যিনি জগতসমূহের প্রতিপালক।ইমাম বুখারী ও আবূ দাঊদ ফিক্বহ'র ইমাম ও মুজতাহিদ(মুত্বলাক)ছিলেন।পক্ষান্তরে মুসলিম,তিরমিযী, নাসায়ী,ইবনে মাজাহ,ইবনে খুযায়মিয়াহ,আবূ ইয়া'লা,বাযযার প্রমূখ আহলে মাযহাবের উপর ছিলেন।তারা কোনো নির্দিষ্ট আলেমের মক্বালিদ ছিলেন না। আর তারা মুজতাহিদ মূত্বলাক্বও ছিলেন না"(2)
হাফেয ইমাম যাহাবী ইমাম বিখারী সর্ম্পকে বলেছেনঃ
"তিনি ইমাম,হাফেয,হুজ্জাত,ফিক্বহ'র ও হাদীসের নেতা,মুজতাহিদ ও দ্বীনদারী,পরহেযগারিতা ও আল্লাহভিরুতার সাথে সাথে দুনিয়ার অনন্যা সাধারন মানুষের অন্তর্ভূক্ত ছিলেন(3)
"তিনি ইমাম,হাফেয,হুজ্জাত,ফিক্বহ'র ও হাদীসের নেতা,মুজতাহিদ ও দ্বীনদারী,পরহেযগারিতা ও আল্লাহভিরুতার সাথে সাথে দুনিয়ার অনন্যা সাধারন মানুষের অন্তর্ভূক্ত ছিলেন(3)
বিখ্যাত গ্রন্থ ফাইযুল বারী লেখক বলেছেনঃ
"জেনে নাও যে নিশ্চয়ই বুখারী একজন মুজতাহিদ। এতে কোনো সন্দেহ নেই(4)
"জেনে নাও যে নিশ্চয়ই বুখারী একজন মুজতাহিদ। এতে কোনো সন্দেহ নেই(4)
ইমাম সালীমুলাহ দেওবন্দী বলেছেনঃ
"বুখারী হলেন মুজতাহিদ মূত্বালাক্ব"(5)
"বুখারী হলেন মুজতাহিদ মূত্বালাক্ব"(5)
ইমাম নববী বলেছেনঃ
"কেননা নিঃসন্দেহে মুজতাহিদ মুজতাহিদের তাক্বলীদ করেন না(6)
"কেননা নিঃসন্দেহে মুজতাহিদ মুজতাহিদের তাক্বলীদ করেন না(6)
ইমাম মুসলিম বলেছেনঃ
"আমরা হাদীস ও আহলেহাদীস মাযহাবদের -এর ব্যাখ্যা করেছি(7)
Reference......
(1)https://play.google.com/store/apps/details?id=com.tos.masayel
(2)মাজমূ'ফাতাওয়া,ইমাম ইবনে তায়মিয়াহ ২০/৪০
(3)আল-কাশিফ ফী মারিফাতি মান লাহু রিওয়াতুন ফিল কুতুবিস সিত্তাহ ৩/১৮ ক্রমিক নং ৪৭৯০,
(4)ফায়যুল বারী ১/৫৮,
(5)তাক্বরীয,মুক্বাদ্দামা ফায়যুল বারী ১/৩৬,
(6)শরহে সহীহ মুসলিম১/২১০,হা/২১-এর অধীনে ৫নং উক্তি,
(7)মাজমূ'ফাতাওয়া ২০/৪০,
"আমরা হাদীস ও আহলেহাদীস মাযহাবদের -এর ব্যাখ্যা করেছি(7)
Reference......
(1)https://play.google.com/store/apps/details?id=com.tos.masayel
(2)মাজমূ'ফাতাওয়া,ইমাম ইবনে তায়মিয়াহ ২০/৪০
(3)আল-কাশিফ ফী মারিফাতি মান লাহু রিওয়াতুন ফিল কুতুবিস সিত্তাহ ৩/১৮ ক্রমিক নং ৪৭৯০,
(4)ফায়যুল বারী ১/৫৮,
(5)তাক্বরীয,মুক্বাদ্দামা ফায়যুল বারী ১/৩৬,
(6)শরহে সহীহ মুসলিম১/২১০,হা/২১-এর অধীনে ৫নং উক্তি,
(7)মাজমূ'ফাতাওয়া ২০/৪০,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন