বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

উইকিপিডিয়ার আবারও মিথ্যাচার!

                                           উইকিপিডিয়ার মিথ্যাচার!


উইকিপিডিয়ায় লেখা আছে নিচের লেখা গুলোঃ
"মুসলমানদের বিশ্বাস অনুযায়ী ইসলাম হল তাঁদের জন্য আল্লাহর প্রেরিত জীবন বিধান"(1)
এখানে কৌশলে বুঝানো হচ্ছে "ইসলাম শুধু মাত্র"মুসলিমদের জন্য,পুরো মানব জাতির জন্য নয়।
অথচ এটা ইসলামের নামে মিথ্যাচার ছাড়া কিছুই নয় কারণ পবিত্র কুরআনে অনেকবার বলা হয়েছে ইসলাম বা  কুরআন এসেছে বা মুহাম্মাদ(সা) নবী হিসেবে এসেছেন পুরো মানবজাতির জন্য। আর এখানে যদি আমি লেখাটা ভাবার্থ করে তাহলে বলা যায় বলা হচ্ছে, "মুসলিমরা বিশ্বাস করে ইসলাম এসেছে মুসলিমদের জন্য"অথচ মুসলিমরা এটা বিশ্বাস করে না।
আল্লাহ তা'য়ালা বলেছেনঃ
وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا رَحْمَةً لِّلْعَٰلَمِينَ
অনুবাদঃআমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপই প্রেরণ করেছি(2)
وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
অনুবাদঃ আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্যে সুসংবাদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি;    কিন্তঅধিকাংশ মানুষ তা জানে না(3)
আল্লাহ তা'য়ালা কুরআনের অনেক সূরায় বলেছেন মহাম্মাদ(সা) ও কুরআন এসেছে মানবজাতি জন্য দেখুনঃ
কুরআন এসেছে মানবজাজাতির জন্য!
২১:১০৭
১৪:১
১৪:৫২
২:১৮৫
৩৯:৪১
৩৪:২৮
Reference.............
(1)https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87_%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80
(2)সূরা আল আম্বিয়া ২১ঃ১০৭;
(3)সূরা সাবা ৩৪ঃ২৮;

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কোরান কি সঠিকভাবে সংরক্ষন করা হয়েছে?

কোরান কি সঠিকভাবে সংরক্ষন করা হয়েছে পর্ব-১ কি যেন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এটা কি আলোচনা নাকি সমালোচনা ঠিক বুঝি উঠতে পারছিলাম না। আমরা উপ...