নূহ(আ) সম্পর্কে বিভ্রান্তি?
বিভ্রান্তিঃ১
নূহ(আ) বন্যা পুরো পৃথিবীতে হয়েছিল।এটি ভিত্তিহীন কথা,বরং তা বাইবেলের কথা,বাইবেল বলছেঃ
"এবার যা বলছে,মন দিয়ে শোন(নূহ)।পৃথিবী আমি এক মহাপ্লাবন ঘটাবো।আকাশের নীচে যত জীবন্ত প্রানী আছে,সব ধ্বংস করবব।পৃথিবীতে সমস্ত কিছুর মৃত্যু হবে"[1]
নূহ(আ) বন্যা পুরো পৃথিবীতে হয়েছিল।এটি ভিত্তিহীন কথা,বরং তা বাইবেলের কথা,বাইবেল বলছেঃ
"এবার যা বলছে,মন দিয়ে শোন(নূহ)।পৃথিবী আমি এক মহাপ্লাবন ঘটাবো।আকাশের নীচে যত জীবন্ত প্রানী আছে,সব ধ্বংস করবব।পৃথিবীতে সমস্ত কিছুর মৃত্যু হবে"[1]
বিভ্রান্তিঃ২
নূহ (আ) এর নৌকায় মলত্যাগ করা ও পরিষ্কার করা নিয়ে কথাগুলো,
এ বিষয়ে অনেক মুখরোচক গল্প প্রচলিত রয়েছে। এগুলোর কোনো ভিত্তি কোনো সহীহ বা যয়ীফ হাদীসে আছে বলে জানতে পারি নি। বাহ্যত এগুলো বানোয়াট গল্প যা গল্পকাররা বানিয়েছে। নূহ (আ) এর নৌকার বিবরণ, কোন্ কাঠে তৈরি, তাতে কোন্ প্রাণী কোথায় ছিল, শয়তান কিভাবে প্রবেশ করল ইত্যাদি বিষয়েও অগণিত বানোয়াট ও ভিত্তিহীন কাহিনী প্রচলিত। এ সকল বিষয়ে সহীহ হাদীসে কোনো তথ্য দেয়া হয় নি।[2]
নূহ (আ) এর নৌকায় মলত্যাগ করা ও পরিষ্কার করা নিয়ে কথাগুলো,
এ বিষয়ে অনেক মুখরোচক গল্প প্রচলিত রয়েছে। এগুলোর কোনো ভিত্তি কোনো সহীহ বা যয়ীফ হাদীসে আছে বলে জানতে পারি নি। বাহ্যত এগুলো বানোয়াট গল্প যা গল্পকাররা বানিয়েছে। নূহ (আ) এর নৌকার বিবরণ, কোন্ কাঠে তৈরি, তাতে কোন্ প্রাণী কোথায় ছিল, শয়তান কিভাবে প্রবেশ করল ইত্যাদি বিষয়েও অগণিত বানোয়াট ও ভিত্তিহীন কাহিনী প্রচলিত। এ সকল বিষয়ে সহীহ হাদীসে কোনো তথ্য দেয়া হয় নি।[2]
Reference..........
[1]Book of Genesis 6:17
[2]মুহাম্মাদ আবূ শাহবাহ, আল-ইসরাঈলিয়্যাত, পৃ. ২১৬-২১৮।
[1]Book of Genesis 6:17
[2]মুহাম্মাদ আবূ শাহবাহ, আল-ইসরাঈলিয়্যাত, পৃ. ২১৬-২১৮।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন