সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

উইকিপিডিয়ার মিথ্যাচার!

উইকিপিডিয়ার মিথ্যাচার!

উইকিপিডিয়ায় লেখা আছে এই কথাগুলোঃ
যিশু খ্রিস্ট ইসলাম ধর্মমতে যাকে ঈসা নবী বলে আখ্যায়িত করা হয় তার ক্রুসবিদ্ধকরণের ঘটনাটি ঘটেছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে, আনুমানিক ৩০-৩৩ সালের মধ্যে। তাঁর এই ক্রুশবিদ্ধের ঘটনার সবথেকে ভাল বিবরণ পাওয়া যায় খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল-এর নূতন নিয়মের প্রথম চারটি বইতে যা সুসমাচার নামে পরিচিত(1)
এখান থেকে বুঝা যায় যে ইসলাম ধর্মে ঈসা(আ)কে ক্রুশবিদ্ধ করা হয়েছিল।অথচ পবিত্র কুরআন অনুযায়ী তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি।আল্লাহ তা'য়ালা বলেনঃ
وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا ٱلْمَسِيحَ عِيسَى ٱبْنَ مَرْيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمْۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِيهِ لَفِى شَكٍّ مِّنْهُۚ مَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّۚ وَمَا قَتَلُوهُ يَقِينًۢا
অনুবাদঃআর ‘আমরা আল্লাহর রসূল মাসীহ ঈসা ইবনু মারইয়ামকে হত্যা করেছি’ তাদের এ উক্তির জন্য। কিন্তু তারা না তাকে হত্যা করেছে, না তাকে ক্রুশবিদ্ধ করেছে, কেবলমাত্র তাদের জন্য (এক লোককে) তার সদৃশ করা হয়েছিল, আর যারা এ বিষয়ে মতভেদ করেছিল তারাও এ সম্পর্কে সন্দেহে পতিত হয়েছিল। শুধু অমূলক ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোন জ্ঞানই ছিল না। এটা নিশ্চিত সত্য যে, তারা তাকে হত্যা করেনি(2)
তাই এখানে উইকিপিডিয়া কুরআন আর ইসলামের নামে অত্যন্ত কৌশলে মিথ্যাচার ছাড়া আর কিছুই করছে না।

Reference.....
(1)https://bn.m.wikipedia.org/wiki/যিশুর_ক্রুসবিদ্ধকরণ
(2)সূরা আন নিসা ৪ঃ১৫৭,
https://goo.gl/w6rESk

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কোরান কি সঠিকভাবে সংরক্ষন করা হয়েছে?

কোরান কি সঠিকভাবে সংরক্ষন করা হয়েছে পর্ব-১ কি যেন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এটা কি আলোচনা নাকি সমালোচনা ঠিক বুঝি উঠতে পারছিলাম না। আমরা উপ...