সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

উযাইর(আ)ও অন্যন্যা ব্যক্তিদের সম্পর্কে বিভ্রান্তি?

উযাইর(আ)ও অন্যন্যা ব্যক্তিদের সম্পর্কে বিভ্রান্তি?
অনেকেই মনে করে উযাইর (আ) নবী ছিলেন। মূলত এটা একটা বিভ্রান্তি।কুরআন কারীমে উল্লেখ করা হয়েছে যে, উযাইরকে ইহূদীগণ আল্লাহর পুত্র বলে দাবি করত।(1)কিন্তু তাঁর নবুয়ত সম্পর্কে কিছুই বলা হয় নি। আবূ হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ () বলেছেন:
مَا أَدْرِيْ أعُزَيْرٌ نَبِيُّ هُوَ أَمْ لاَ
‘‘আমি জানি না যে, উযাইর নবী ছিলেন কি না।’’(2)
মূসার খাদেম হিসাবে ইউশা ইবনু নূন-এর নাম হাদীসে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ () থেকে বর্ণিত কোনো সহীহ হাদীসে অন্য কোনো নবীর নাম উল্লেখ করা হয় নি। কোনো কোনো অত্যন্ত যয়ীফ বা জাল হাদীসে আদম (আ) এর পুত্র ‘‘শীস’’-এর নাম উল্লেখ করা হয়েছে। কালুত, হাযকীল, হাযালা, শামূয়েল, জারজীস, শামঊন, ইরমিয়, দানিয়েল প্রমুখ নবীগণের  নাম, জীবণবৃত্তান্ত ইত্যাদি বিষয়ে যা কিছু বলা হয় সবই মূলত ইসরাঈলীয় বর্ণনা ও সেগুলোর ভিত্তিতে মুফাসসির ও ঐতিহাসিকগণের মতামত।
"শীস" সম্পর্কে বাইবেলে বলা হয়েছে,বাইবেল বলছেঃ
"আদমের সাথে যৌন সম্পর্কের ফলে হাওয়া আর একটি 
পুত্রের জম্ম দিল।তারা তার নাম রাখল শীস বা শেথ।হাওয়া বলল,ঈশ্বর আমায় আর একটি পুত্র দিয়েছেন কয়িন(কাবিল)হেবলকে (হাবিল)মেরে ফেলল,কিন্তু আমার এখন শীস বা শেথ আছে(3)

Reference.......
(1)সূরা ৯: তাওবা, আয়াত ৩০।
(2) আবূ দাউদ, আস-সুনান ৪/২১৮; আযীম আবাদী, আউনুল মা’বুদ ১২/২৮০।
(3)Book of Genesis 4:25

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কোরান কি সঠিকভাবে সংরক্ষন করা হয়েছে?

কোরান কি সঠিকভাবে সংরক্ষন করা হয়েছে পর্ব-১ কি যেন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এটা কি আলোচনা নাকি সমালোচনা ঠিক বুঝি উঠতে পারছিলাম না। আমরা উপ...